Daily News BD Online

সুদে টাকা নিয়ে সুদখোরদের যন্ত্রণায় শিক্ষিকার আত্মহত্যা

হবিগঞ্জ (সিলেট) সংবাদদাতা

হবিগঞ্জের লাখাই উপজেলার ভরপূর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জেলার শ্রেষ্ঠ হিসেবে পুরস্কারপ্রাপ্ত রিবন রুপা দাস (৪০) বিষপানে আত্মহত্যা করেছেন।

রোববার (১২ মে) বিকেলে লাখাই উপজেলার গোয়াখাড়া গ্রামের লুকড়া মাদনা সড়কের ঝনঝনিয়া ব্রিজের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার ভবানীপুর গ্রামের অজয় চন্দ্র দাশের স্ত্রী।

জানা গেছে, ওই শিক্ষিকা এলাকার বেশ কয়েকজন সুদখোরের কাছ থেকে সুদে টাকা নেন। কিন্তু সময়মতো টাকা ফেরত দিতে না পারায় তারা তাকে বিভিন্নভাবে নাজেহাল করতে থাকে। সুদখোরদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বিষপানে আত্মহত্যা করেন রুপা দাশ।

হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, রুপা দাসের মরদেহ ঝনঝনিয়া নদীর পাশ থেকে উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। মরদেহের পাশ থেকে একটি সুইসাইডাল নোট ও ৩টি বিষের বোতল উদ্ধার করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন