Daily News BD Online

কামড় দেওয়া রাসেলস ভাইপারসহ হাসপাতালে গেলেন কৃষক


নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর চরে বাদাম তুলতে গিয়ে রাসেলস ভাইপারের কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মধু বিশ্বাস (৫০) নামের এক কৃষক । তিনি পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফড়া গ্রামের মৃত আক্কেল বিশ্বাসের ছেলে। শুক্রবার (২১ জুন) সকাল ১০টার দিকে পাংশা উপজেলার চরআফড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন মধু বিশ্বাস বলেন, ‘সকালে পদ্মা নদীর চরের চরআফড়া এলাকায় ক্ষেত থেকে বাদাম তোলার সময় একটি সাপ তাকে কামড় দেয়।


চিৎকার করলে লোকজন এগিয়ে এসে সাপটি মেরে ফেলে। পরে সাপসহ পাংশা হাসপাতালে নিয়ে এলে  চিকিৎসক জানান, এটি রাসেলস ভাইপার।’
পাংশা হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মো. এনামুল হক বলেন, ‘রাসেলস ভাইপারের কামড়ে আহত এক কৃষককে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি সুস্থ আছেন। তার চিকিৎসা চলমান রয়েছে।’

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন