সৌরভ মাহমুদ হারুন : কুমিল্লা জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নানান আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৪ইং উৎযাপিত হয়েছে।
রবিবার (১৪ জুলাই) সকাল সারে ৯টায় কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে মাদক বিরোধী প্লেকার্ড ব্যানার ও ফেস্টুন হাতে মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মাদকের ক্ষতিকর নানা বিষয় তুলে ধরে এর প্রতিকার ও প্রতিরোধের করনীয় বিষয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর সার্কেল) মো: কামরান হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা: নাজমুল আলম, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল, বীর মুক্তিযোদ্ধা (পি পি) এডভোকেট মো: জহিরুল ইসলাম সেলিম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অধিদপ্তরের অফিস প্রধানগণ, মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালকগণ, জেলা পুলিশ সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ সহ নানা শ্রেণী ও পেশার নাগরিকগণ।
এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক নির্মীত মাদকবিরোধী বিশেষ ডকুমেন্টারি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। মাদকবিরোধী রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
মাদকাসক্ত রোগীদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিশেষ অবদান রাখায় কুমিল্লাস্থ বিভিন্ন মাদক নিরাময় কেন্দ্রের পরিচালকদের মাঝে সম্মাননা স্বারক প্রদান করা হয়।