টাঙ্গাইল : উজানের ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকায় টাঙ্গাইলে দ্রুত বাড়ছে যমুনাসহ সকল নদ-নদীর পানি। এতে করে জেলার টাঙ্গাইল সদর, কালিহাতী ও ভূঞাপুর উপজেলার চরাঞ্চলে বন্যার পানি প্রবেশ করছে। প্লাবিত হচ্ছে নিচু নিচু এলাকা। বিরাজ করছে বন্যা আতঙ্ক।
এ দিকে গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৪০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, ঝিনাই নদীর পানি ৩৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ধলেশ্বরী নদীর পানি ৩৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১০২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়াও বাড়ছে অন্যান্য নদ-নদীর পানি।
বুধবার (৩ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, পানি বৃদ্ধির ফলে জেলার টাঙ্গাইল সদর, কালিহাতী ও ভূঞাপুর উপজেলার নিচু এলাকায় পানি প্রবেশ করেছে। নষ্ট হয়ে যাচ্ছে পাট, তিলসহ বিভিন্ন ধরনের সবজি। দেখা দিয়েছে বন্যা আতঙ্ক। এ ছাড়াও কয়েকটি জায়গায় দেখা দিয়েছে ভাঙন। হুমকিতে রয়েছে ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ মাদরাসাসহ নানা স্থাপনা।
এ সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা এ প্রতিবেদককে বলেন, আমাদের ফসলের জমিগুলো সব পানির নিচে। ফলে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ফসল। আমরা বড় বন্যার শঙ্কা করছি। যদি চরাঞ্চল ভাঙনের কবলে পড়ে তবে দুর্ভোগ চরমে পৌঁছাবে।
টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে যমুনা, ঝিনাই, ধলেশ্বরীসহ সবকটি নদীর পানি বেড়েছে। আরও কয়েক দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।