Daily News BD Online

ভালুকায় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ


ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ভালুকার জামিরদিয়া আব্দুল গনি মাস্টার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে অধ্যক্ষ মো.মোখলেসুর রহমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে রবিবার দুপুর ১১ টার দিকে শুরু হওয়া এই বিক্ষোভে প্রায় ৫০০ শিক্ষার্থী অংশ নেন।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অধ্যক্ষ মো.মো.মোখলেসুর রহমান শিক্ষার্থীদের প্রতি অসদাচরণ ও কলেজের প্রশাসনিক কাজেও অনিয়ম করে আসছেন। এক শিক্ষার্থী বলেন, আমরা বহুদিন ধরে অভিযোগ করে আসছি কিন্তু কোনো প্রতিকার পাচ্ছি না। তাই আমাদের বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে।

বিক্ষোভের খবরে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং শিক্ষার্থীদের শান্ত করতে আলোচনা করেন। শিক্ষার্থীদের আশ্বস্ত করার চেষ্টা করলেও শিক্ষার্থীরা তাদের দাবিতে অটল থাকেন এবং অধ্যক্ষের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

মহাসড়ক অবরোধের ফলে স্কয়ার মাস্টার থেকে সিস্টুর বাজার পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে সাধারণ যাত্রীরা ব্যাপক দুর্ভোগে পড়েন। অনেক যাত্রীকে বিকল্প পথে চলাচল করতে হয়েছে। আশপাডা পরিবেশ উন্নয়ন ফান্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুর রশিদ বলেন মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে শিক্ষার্থীদের দাবির বিষয়ে আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন