Daily News BD Online

গাজীপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 


শেখ রমজান হাসান নূর, নিজস্ব প্রতিবেদক: 

ইসকনের নৃশংস হত্যাকেন্ডর প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে গাজীপুরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ভাওয়ালগড় ইউনিয়নের ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতা ।শুক্রবার বাদ জুম্মা বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে তৌহিদী জনতা ব্যানারে বানিয়ারচালা মেম্বার বাড়ি বাসট্যান্ড এলাকায় আবাবিল একাডেমীর সামনে এসে জড়ো হয়ে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তৃতা করেন,বানিয়ারচালা জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মোবারক হোসেন,মুফতী লোকমান হোসাইন,মুফতী আবু সাঈদ,মুহাম্মাদ নুমান,মুফতী শফিকুল ইসলাম,মুফতী আবু সাইদ মাযহারী,মুফতী মাযহারুল ইসলাম আজীজী,মাওলানা আব্দুল মজিদ,
মুফতী মোবারক হোসাইন মমতাজী,মুফতী আমিনুল ইসলাম,
মুফতী তাজুল ইসলাম,
মাওলানা মাহদী হাসান,মুফতী বুরহান উদ্দীন,মুফতী আব্দুল কাইয়ুম, আবাবিল একাডেমির পরিচালক আজিজুল হকসহ অন্যান্যরা।বক্তারা বলেন, ইসকন একটা উগ্র নিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন। ইসকনের হাতে নিশংস হত্যাকান্ডের শিকার হয়েছেন এডভোকেট সাইফুল ইসলাম আলিফ। তারা এই হত্যাকান্ডের তীব্র নিন্দা প্রতিবাদ ও  অবিলম্বে ইসকন নিষিদ্ধের দাবি জানান।                                          
অন্তবর্তীকালীন সরকারকে আবারো হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন,ইসকন বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ না করা হলে তারা কঠিন থেকে কঠিনতম আন্দোলন ও বিক্ষোভ সমাবেশের ডাক দিবেন বলে জানান বক্তারা।এ সময় বিভিন্ন মসজিদের খতিব ও  কয়েক হাজার মুসল্লি বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ অংশগ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন