Daily News BD Online

জয়পুরহাটে নতুন আলু উৎসব অনুষ্ঠিত





মোঃ মিজানুর রহমান,  
জয়পুরহাটে নতুন আলু উৎসব অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার দূর্গাদহ মাঠে স্থানীয় আলু চাষীদের নিয়ে এ উৎসবের আয়োজন করে এ আর মালিক সিডস প্রাইভেট লিমিটেড।

অনুষ্টানে উচ্চ ফলনশীল এ্যালুয়েট জাতের আলু চাষের সুবিধা, বাণিজ্যিক লাভের বিষয়ে আলোচনা এবং তা হাতে কলমে চাষীদের দেখানো হয়। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, এ্যালুয়েট জাতের আলু লেইট ব্লাইট রোগ প্রতিরোধী। তাই কোন ছত্রাকনাশক স্প্রে করতে হয় না। পাশাপাশি আগাম চাষ করে মাত্র ৫০-৬০ দিনের মধ্যেই বিক্রয় উপযোগী হয় বলে ভাল বাজার মূল্য পাওয়া যায়।

কর্মসূচীতে উপস্থিত ছিলেন এ আর মালিক সিডসের এরিয়া ম্যানেজার মুসা আহম্মেদ ও টেরিটরি সেল্স অফিসার মোস্তান্জির বিল্লাহ খানসহ কোম্পানীর অন্যান্য প্রতিনিধি, স্থানীয় কৃষক ও ডিলাররা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন