Daily News BD Online

৬ই ডিসেম্বর শ্রীবরদী উপজেলায় মুক্ত দিবস



(শেরপুর)প্রতিনিধি ঃ 

আজ ৬ই ডিসেম্বর, শেরপুরের শ্রীবরদী উপজেলায় মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে মিত্র বাহিনীর তীব্র আক্রমনে টিকতে না পেরে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা শ্রীবরদী ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ৪ ডিসেম্বর ঝিনাইগাতী, ধানুয়া কামালপুর মিত্র বাহিনীর আক্রমনে হেরে পাক হানাদার বাহিনীর সদস্যরা শ্রীবরদীর দিকে অবস্থান নিলে ১১নং সেক্টরের কর্ণেল আবু তাহেরের নেতৃত্বে মিত্র বাহিনী প্রবল আক্রমন করে। মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে পাক হানাদার বাহিনী শ্রীবরদী, ভায়াডাঙ্গা, ঝগড়ার চর ও করুয়াতে ক্যাম্প করে। মিত্র বাহিনীর আক্রমনে তাদের ক্যাম্প ছেড়ে পাক হানাদার বাহিনী ৬ ডিসেম্বর ভোরে শ্রীবরদীর লংগরপাড়া হয়ে শেরপুরের দিকে পিছু হটে। ওইদিনই শ্রীবরদী সদর ইউনিয়নের আবুয়ারপাড়া গ্রামে গাছের ডালে বীর প্রতীক ‘বার’ জহুর“ল হক মুন্সি ও মুক্তিযোদ্ধা আব্দুর রেজ্জাক বিজয়ের পতাকা উত্তোলন করেন। ১৯৭১ সালে এই দিনে স্বাাধীন বাংলার লাল সবুজের পতাকা উড়িয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে শ্রীবরদী উপজেলা বাসী


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন