বরুণা মাদ্রাসার ছালানা ইজলাছে মুসল্লিদের ঢল



শেখ মোঃ আরিফুল ইসলাম, মৌলভীবাজার:

কুতবে দাওরান, মুজাদ্দিদে যামান আল্লামা লুৎফুর রহমান শায়খে বর্ণভী রহ.'র সুপ্রতিষ্ঠিত, ফিদায়ে ইসলাম, শাইখুল হাদিস আল্লামা শায়খ খলীলুর রহমান হামিদী রহ.'র স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী বরুণা মাদ্রাসার "ছালানা ইজলাছ" সিলেট বিভাগের সর্ববৃহৎ এই মহাসম্মেলন অংশ নিতে দেশের বিভিন্ন জেলার মুসল্লিরা শুক্রবার (৩রা জানুয়ারি) সকাল থেকেই মাদরাসা ময়দানে এস জমায়েত হয়েছেন। 
বিশেষ করে বরুণার ছালানা ইজলাছের মাঠে সিলেট বিভাগের সবচেয়ে বড় জুমআর জামাতে শরীক হতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আলেম-ওলামা, ইমাম-খতিব, বুজুর্গ, বুদ্ধিজীবী, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, সাধারণ মানুষসহ হজরত শায়খে বর্ণভীর (রহ.) মুরিদানের ঢল নামে বরুণা মাদরাসা ময়দানে। উল্লেখযোগ্য যে, সিলেট বিভাগে আজ সবচেয়ে বড় জুমআ জামাত বরুণা মাঠে অনুষ্ঠিত। ইতিপূর্বে বয়ান করেছেন দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে বার্ষিক ছালানা ইজলাছ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন