হেযবুত তওহীদের ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ



হাওরাঞ্চল কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে হেযবুত তওহীদের ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার করগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে আলেম উলামা ও তৌওহীদি জনতা ঐক্য পরিষদ সমাবেশের আয়োজন করে।

এসময় বক্তারা বলেন, করগাঁও এলাকায় লস্কর বাড়িতে আকীকা অনুষ্ঠানের নামে মহল্লার নারীদের বিভ্রান্ত করে অনুষ্ঠানে অংশগ্রহণ করিয়েছে। সাধারণ মানুষকে ভূল তথ্য দিয়ে আকীকা ও মিলাদ মাহফিলের নামে হিযবুত তৌওহীদের ব্যানারে প্রোগ্রাম করেছে। তাদের ধোঁকাবাজির বিরুদ্ধে মানুষজন যখন ক্ষিপ্ত হয়েছে তখন প্রশাসনের কাছে তাদের উপর হামলার মিথ্যা তথ্য দিয়ে ইন্টারনেটে গুজব ছড়িয়েছে। তাদের প্রোগ্রামে উগ্রবাদী বক্তব্য দিয়েছে। তাদের এই উগ্রতার প্রতিবাদে আজকে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। তারা আকীকা ও মিলাদ মাহফিলের নামে ধর্মের অপপ্রচার করেছে। তাদের ভ্রান্ত দলের প্রচারণা চালিয়েছে। অনুমতি ছাড়া মহিলাদের ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে।

এসময় করগাঁও বাজার মসজিদের খতিব ও ইমাম মাওঃ শফিকুর রহমান, করগাঁও ইউনিয়ন ইমাম ওলামা পরিষদের সভাপতি মাওঃ আনছার আলী, করগাঁও তাবলীগ জামাতের আমির মাওঃ আব্দুল জব্বার, আল জামিয়াতুল ইমদাদিয়ার শিক্ষক মাওঃ নূরে আলম, আল জামিয়াতুল ইমদাদিয়ার শিক্ষা সচিব মাওঃমুফতি আজহারুল ইসলাম, করগাঁও ইউনিয়নের সকল ইমাম ওলামা পরিষদের নেতৃবৃন্দ ও তৌহিদি জনতা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন