কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষক নিহত

 


কিশোরগঞ্জে আলাদা বজ্রপাতে তিন কৃষক নিহত হয়েছেন। রোববার (১১ মে) বিকেল তিনটার দিকে জেলার ভৈরব ও কুলিয়ারচর উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ভৈরবের দুই জন ও কুলিয়ারচরের একজন রয়েছেন।

তারা হলেন- ভৈরব উপজেলার রসুলপুর গ্রামের ফারুক মিয়া ও শ্রীনগর গ্রামের ফয়সার মিয়া। আর কুলিয়ারচরে নিহতের নাম কবির মিয়া। তিনি উপজেলার হাজারি নগর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, বিকেল তিনটার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় ওই তিন কৃষক মাঠে কাজ করছিলেন। বজ্রপাতে তিন জন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুই জানান, হাসপাতালে আনা হলে তিন জনকে মৃত ঘোষণা করা হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন