কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত ৩

 

সড়ক দুর্ঘটনার প্রতীকী (বায়ে), নিহত দুই ভাই (ডানে) | ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছে। আজ (শনিবার, ১০ মে) বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের চৌদ্দশত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মৃত মুধু মুন্সির ছেলে আবু তাহের (৬৫) ও আবুল কাসেম (৬১)। অপরজন হলেন একই ইউনিয়নের জগৎচর গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে নূর ইসলাম (৭০)।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, নিহত দুই ভাই আবু তাহের ও আবুল কাসেম তাদের সহপাঠী নূর ইসলামকে সাথে নিয়ে জমি সংক্রান্ত বিষয়ে উকিলের সাথে পরামর্শ করার জন্য সিএনজি চালিত অটোরিকশায় করে কুলিয়ারচর থেকে কিশোরগঞ্জ কোর্টের যাচ্ছিলেন।

পথে সিএনজি চালিত অটোরিকশাটি কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের চৌদ্দশত বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে পিছন থেকে একটি পিকাপ ভ্যান ধাক্কা দেয়। এ ঘটনায় তারা গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে আবু তাহেরের মৃত্যু হয়।

আবুল কাশেম ও নূরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। আবুল কাসেমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং নুর ইসলামকে ময়মনসিংহ মেডিকেল নেয়ার পথে মারা যায়।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. হেলিশ রঞ্জন সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শনিবার সকাল আনুমানিক সাড়ে ১০টা থেকে ১১টার দিকে দুর্ঘটনায় আক্রান্ত হয়ে তিনজন রোগী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে আবু তাহের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অপর দুইজন নূর ইসলাম ও আবুল কাশেমের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেয় জরুরি বিভাগের চিকিৎসক। পরে জানতে পেরেছি তারা দুইজনও মারা গেছে।'


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন