ঝিনাইদহে মাছ কেনা নিয়ে দুই গ্রামবাসীর তুমুল সংঘর্ষ, আহত অর্ধশত


ঝিনাইদহের হরিণাকুন্ডু ও শৈলকূপা উপজেলার দুটি গ্রামের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। শনিবার চড়পাড়া বাজারে মাছ কেনাবেচাকে কেন্দ্র করে চড়পাড়া ও মাইলমাড়ি গ্রামের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতি হয়।

পরদিন রবিবার (১৮ মে) চড়পাড়া গ্রামের দুই বহিরাগত ছাত্র পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ে মাইলমাড়ি গ্রামের দুই ছাত্রকে মারধর করে। এ ঘটনার প্রতিক্রিয়ায় দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এছাড়াও শৈলকূপায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আরও একটি সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হন এবং ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন