নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাজস্ব ফাঁকি দিয়ে সিগারেট উৎপাদনের দায়ে আর্থিক জরিমানাসহ এক জনকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ২ নাম্বার ঢাকেশ্বরী এলাকার ইব্রাহিম টেক্সটাইলের ভেতরে রয়েল টোবাকো নামে একটি সিগারেট কারখানায় অভিযান পরিচালনা করেেছে র্যাব-১১ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
এসময় রাজস্ব ফাঁকি দিয়ে সিগারেট উৎপাদনের দায়ে রয়েল ট্যোবাকো নামের প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা ও সেই সাথে প্রতিষ্ঠানটির ভ্যাট কর্মকর্তা সাইফুলকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
এসময় প্রতিষ্ঠানটি থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৪ হাজার প্যাকেট সিগারেট জব্দ করে, এছাড়াও ১০ বস্তা পুরাতন রাজস্ব স্ট্যাম্পও জব্দ করা হয়।
এসময় র্যাব জানায়, প্রতিষ্ঠানটি রাজস্ব ফাঁকি দিতে বাজার থেকে পুরাতন ব্যাবহৃত স্ট্যাম্প কিনে নিয়ে সেগুলো সিগারেটের নতুন প্যাকেটে ব্যবহার করতো।
এতে করে প্রতিদিন আনুমানিক ৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিলো প্রতিষ্ঠানটি,পরে র্যাব -১১ ও নারায়ণগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে সিগারেট ও স্ট্যাম্পগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উক্ত অভিযান পরিচালনা করেন র্যাব-১১’র সিনিয়র এএসপি মো: গোলাম মোর্শেদ এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: তারিকুল ইসলাম।