কিশোরগঞ্জের মিঠামইনে চাকরি মেলায় চাকরি পেল ৩০০ জন


প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার। বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার এই প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জের মিঠাইমনে দিনব্যাপী চাকরি মেলায় চাকরি পেলেন ৩০০ বেকার যুব ও যুব মহিলা।

মঙ্গলবার (২০ মে) সকাল থেকে মিঠামইন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) হলরুমে এই চাকরি মেলার ভার্চুয়ালি উদ্বোধন করেন, অতিরিক্ত সচিব (এস্টেট প্রকল্প) মীর জাহিদ হাসান।

মিঠামইন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত দিনব্যাপী চাকরি মেলায় সকাল থেকে বিভিন্ন বুথে বিনামূল্যে নাম লিপিবদ্ধ করেন ৫০০ জন বেকার যুবক ও যুব মহিলা।

পরে বিকেল ৪টা পর্যন্ত আরএফএল, ভিশন ও ইউসেপ কোম্পানির প্রতিনিধিরা বাঁচাই শেষে ৩০০ জন বেকার যুবক ও যুব মহিলাকে চাকরির জন্য মনোনীত করেন। মনোনীতরা আগামী ১৫ জুন গাজীপুরে বিভিন্ন কোম্পানিতে যোগদান করবেন। যোগদানকারীরা সংশ্লিষ্ট কোম্পানি থেকে টিএডিএ প্রাপ্ত হবেন।

মেলায় চাকরি পাওয়া মেঘলা আক্তার (২০) বলেন, পড়াশোনার পাশাপাশি টিটিসিতে প্রশিক্ষণ নিয়েছি। মাঝে চাকরির জন্য বিভিন্ন স্থানে ইন্টারভিউ দিয়েও লাভ হয়নি। আজ টিটিসিতে সাক্ষাৎ দিয়ে চাকরি হওয়ায় অনেক খুশি।

কলেজ পড়ুয়া জিসান মিয়া (২১) বলেন, আগে শহরে গিয়ে চাকরির জন্য ইন্টারভিউ দিয়েও চাকরি হয়নি। আজ গ্রামের প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিয়ে চাকরি হলো, এর চেয়ে আনন্দের কি হতে পারে।

মিঠামইন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অধ্যক্ষ মো. শাহজাহান মজুমদার বলেন, প্রশিক্ষণ নিলে কেউ বেকার থাকে না। আমাদের টিটিসি’তে সবাই বিনামূল্যে প্রশিক্ষণ শেষে সম্মানী ও সনদপত্র দেওয়া হয়। এবং চাকরি মেলার মাধ্যমে চাকরি প্রদানে সহায়তা করা হয়। আজকে ৩০০ জনকে চাকরি দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন