নাটোরে কুরআন ছুঁয়ে বিয়ের শপথ করলেও এখন লাপাত্তা প্রেমিক! বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

 


নাটোরের নলডাঙ্গায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক কিশোরী (১৬)। অনশনের পর থেকে প্রেমিক মাহি (১৮) ও তার পরিবারের লোকজন আত্মগোপনে রয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

প্রেমিকার অনশন দেখে ওই তরুণের বাড়ির সামনে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। ঘটনাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এমনকি প্রেমিক-প্রেমিকার কিছু টিকটক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে বলে জানা গেছে।

অনশনরত তরুণী জানান, তিনি এবার সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষা দিয়েছেন। প্রায় ২ বছর আগে উপজেলার পশ্চিম মাধনগর বাজেহালতির আপেল শাকিদারের কলেজ পড়ুয়া ছেলে মাহির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাহি আমাকে বিয়ে করবে বলে ‘কুরআন ছুঁয়ে শপথও করে।’

এক পর্যায়ে বিয়ের প্রলোভনে মাহি তার সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ করেন তরুণী। কিন্তু কিছুদিন থেকে হঠাৎ করেই প্রেমিক মাহি তার সঙ্গে সকল যোগাযোগ বন্ধ করে দেন। এ কারণে তিনি বিয়ের দাবিতে সোমবার সন্ধ্যা থেকে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেন।

তরুণীর দাবি তার কাছে অনেক প্রমাণ রয়েছে। এই মুহূর্তে তাকে বিয়ে না করলে অনশন করে মরে যাবেন কিন্তু সেখান থেকে সরবেন না।

স্থানীয় সোহেল, ফিরোজ, সিরাজুল ইসলাম জানান, মেয়েটি বিয়ের দাবিতে অনশন শুরু করেছে। আমরা এলাকাবাসী হিসাবে এটির শান্তিপূর্ণ সমাধান চাই।

এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন