রংপুরে জমিতে প্রস্রাব করায় দুজনকে কুপিয়ে জখম, বাড়িঘরে হামলা


রংপুর নগরীর হারাগাছ এলাকায় শিশুদের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কুপিয়ে জখম করা হয়েছে দুইজনকে। ভাঙচুর করা হয়েছে চারটি বাড়ি।

সোমবার (৫ মে) বিকেলে খলিশাকুটি চিলমন গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক শিশু অন্যের জমিতে প্রস্রাব করায় প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বড়রা জড়িয়ে পড়লে তা সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয়দের অভিযোগ, সুলতান ও সোহরাব নামে দুই প্রভাবশালীর নেতৃত্বে একদল লোক চারটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। বাধা দিতে এলে আহত হন রাকিব হোসেন (১৭) ও ফল ব্যবসায়ী আকিফুল ইসলাম (৩২)। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগীরা হারাগাছ মেট্রোপলিটন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম সোহেল বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন