চট্টগ্রামে হাঁসের মালিকানা নিয়ে ঝগড়া, বৃদ্ধকে গলা টিপে হত্যা!


চট্টগ্রামের মিরসরাইয়ে গৃহপালিত হাঁসের মালিকানা নিয়ে কথা-কাটাকাটির জেরে এক বৃদ্ধকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ মে) বেলা ১১টার দিকে মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ফজলুল করিম (৭০)। তিনি ওই গ্রামের শেখ হামিদ মুহুরী বাড়ির বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, হাঁসের মালিকানা নিয়ে পাশের বাড়ির মো. জাকারিয়া জাহেদের সঙ্গে ফজলুলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাকারিয়া কিলঘুষি মারলে ও গলা টিপে ধরলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে বাড়িতে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ফজলুলের ছোট ভাই বজলুল করিম বলেন, দুই দিন আগে জাকারিয়া জাহেদ আমার ভাইয়ের ৪-৫টি হাঁস নিয়ে যায়। আজ সকালে তাকে দেখতে পেয়ে হাঁসের বিষয়ে জিজ্ঞেস করতে আমার ভাইয়ের ওপর সে চড়াও হয়। কিলঘুষি মেরে ও গলা টিপে ধরে আমার ভাইকে হত্যা করেছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান গণমাধ্যমকে জানান, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় এখনও মামলা হয়নি। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন