নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার দুই নারী


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজী বিহারী কলোনিতে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ  মাদক ও দেশীয় অস্ত্রসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৮ জুন) রাত ৯ ঘটিকায় সিদ্ধিরগঞ্জ থানার আদমজী বিহারী ক্যাম্প নতুন বাজার এলাকায় যৌথবাহিনী এই অভিযান পরিচালনা করে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সেনা ক্যাম্পে দায়িত্বরত সেনা কর্মকর্তা, মেজর মোঃ আফসান আহমেদ উক্ত অভিযান পরিচালনা করেন। 

গ্রেফতারকৃতদের মধ্যে আদমজী বিহারী কলোনির গফুর ভান্ডারীর স্ত্রী আয়েশা বেগম (৫০) এবং মোঃ মোস্তফার স্ত্রী ফারজানা আক্তার  (৩৬)।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনুর আলম জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ এই অভিযানে আয়েশা ও ফারজানার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃতর মধ্যে রয়েছে ১৭টি দেশীয় অস্ত্র, সেনাবাহিনীর পোশাক তৈরির ১০ মিটার কাপড়, ৮৪ প্যাকেট গাজাসহ খোলা অবস্থায় আরও ২০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৭ হাজার ১১৩ টাকা এবং ১১টি মোবাইল ফোন। ওসি শাহিনুর আলম আরোও জানান, উক্ত মাদক ব্যবসায়ীদের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারকৃত দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন