"ভিডিওর নামে নাটক, রাজনীতির মাঠে প্রিন্সকে থামানোর চেষ্টা"


টঙ্গী প্রতিনিধি : গাজীপুর মহানগরের পরিচ্ছন্ন ও জনপ্রিয় রাজনীতিক, টঙ্গী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আজিজ প্রিন্সের বিরুদ্ধে একটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে তার সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা চালানো হয়েছে।

ভিডিওচিত্রে দাবি করা হয়েছে, তিনি ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুর রহমানের পালিয়ে যাওয়ার ঘটনায় সহযোগিতা করেছেন। অথচ ভিডিওটি অস্পষ্ট, বিভ্রান্তিকর এবং এর কোনো সত্যতা নেই। এটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে চালানো একটি অপপ্রচারমাত্র।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, প্রিন্স ভাইয়ের জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতাকে সহ্য করতে না পেরে একটি কুচক্রী মহল এই মিথ্যা নাটক সাজিয়েছে। গাজীপুরবাসী জানে— তিনি সবসময় বিএনপি ও গণতন্ত্রের পক্ষে ছিলেন এবং মাঠে-ময়দানে নেতাকর্মীদের সঙ্গে থেকে সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।

নেতাকর্মীদের বক্তব্য অনুযায়ী, এই অপপ্রচার মূলত গাজীপুর মহানগর বিএনপির আসন্ন কমিটি গঠনের প্রাক্কালে চালানো হয়েছে, যেনো প্রিন্স ভাইকে দলে কোনো পদে স্থান না দেওয়া হয়। অথচ ৯০-এর দশকের ঐতিহাসিক আন্দোলনে তিনি ছিলেন দলের প্রথমসারির মাত্র ১০ জন সাহসী নেতার একজন। এ সত্য অনেকেই জানেন, এমনকি দলের ভেতরের কিছু শীর্ষ নেতাও, যারা ব্যক্তিগতভাবে তাকে অপছন্দ করলেও তার ত্যাগ ও অবদান অস্বীকার করতে পারেন না।

প্রিন্স ভাই কখনো নিজের অবদানের ঢাক পেটাননি। যারা তাকে চেনেন, তারা জানেন— তিনি কখনো পদ-পদবি বা সুযোগ-সুবিধার পেছনে ছোটেননি। রাজনীতি তার কাছে ছিল মানুষের পাশে দাঁড়ানোর, দলের সংকটে নেতৃত্ব দেওয়ার আর নীরবে কাজ করে যাওয়ার ক্ষেত্র।

এ বিষয়ে জানতে চাইলে রফিকুল আজিজ প্রিন্স বলেন, “আমি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী। রাজনীতি করি জনগণের কল্যাণে। আমার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা একটি গোষ্ঠীর উদ্দেশ্যপ্রণোদিত পরিকল্পনা। আমি কখনো চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজিতে যুক্ত ছিলাম না। বরং এসবের প্রতিবাদ করাতেই একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা চায় না আমি গাজীপুর মহানগর বিএনপির নেতৃত্বে আসি। কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিষয়টি সম্পর্কে অবগত আছেন। দল যে সিদ্ধান্ত নেবে, আমি তা মেনে নেব। সকলের দোয়া ও সহযোগিতা চাই।”

গাজীপুরের সচেতন নাগরিক সমাজ মনে করেন, রাজনীতি যদি হয় আদর্শ ও সেবার জায়গা, তবে রফিকুল আজিজ প্রিন্সের মতো নেতৃত্বই দলের জন্য সত্যিকারের সম্পদ। তারা এই মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তারা জোর দাবি জানান— মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, রাজনৈতিক ষড়যন্ত্র বন্ধ করা হোক এবং প্রকৃত সত্য উদঘাটন করে জনগণকে অবহিত করা হোক।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন