গ্রাফিতি-চিত্রাংকনে ইতিহাসকে আঁকল পাঁচবিবির শিক্ষার্থীরা


দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ময়নুল হোসেন প্রমুখ।

প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করে পাঁচবিবি এনএম সরকারি বালিকা বিদ্যালয়, দ্বিতীয় স্থান দারুল ইসলাহ একাডেমি এবং তৃতীয় স্থান মহীপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়। উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম হয় মহীপুর হাজী মহসিন সরকারি কলেজ, দ্বিতীয় পাঁচবিবি মহিলা কলেজ এবং তৃতীয় মহব্বতপুর আমিনিয়া ফাজিল মাদ্রাসা।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের সৃজনশীল অংশগ্রহণকে গণতান্ত্রিক চেতনা বিকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন