আদমদীঘিতে মোটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আহত

 


এ.বি.এম.হাবিব :

নওগাঁ রিপোর্টার ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও খবর বাংলাদেশ পত্রিকার নিজেস্ব প্রতিনিধি সাংবাদিক নাদিম আহমেদ অনিক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২১জুলাই) বগুড়া জেলার আদমদীঘি উপজেলার তালসন বাজারের রাস্তার বাঁকে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়। সাংবাদিক নাদিম আহমেদ অনিক নওগাঁ শহরের পার নওগাঁ এলাকার স্থায়ী বাসিন্দা। 

স্থানীয়  সূত্রে জানা যায়, সকালে নাদিম আহমেদ অনিক তালসন থেকে পেশাগত কাজে সহকর্মীর সাথে মোবাইলে কথা বলে নওগাঁয় ফিরছিলেন। উক্ত স্থানে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেল তার মোটর সাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে, এতে নাদিম আহমেদ অনিক সিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসপাতালে ভর্তি করেন এবং তার পরিবারকে খবর দেন। তার অবস্থা আশঙ্কাজনক হলে পরিবারের লোকজন পরবর্তীতে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। সাংবাদিক নাদিম আহমেদ অনিক এ দুর্ঘটনায় চোখে ও ফেস এর সাইডে গুরুতর আঘাত পেয়েছেন এবং হাতের আঙ্গুল ও পায়ে ছিলাফোলা জখম হয়েছেন। নওগাঁয় অবস্থান পেশাদার সকল সাংবাদিক বৃন্দ তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন