দেওয়ানগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশারীকে ধর্ষণ


নিজস্ব প্রতিবেদকঃ জামালপুরের দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের চরখড়মা তিলকপুর গ্রামে(১৬) বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করেছে চরখড়মা তিলকপুর গ্রামের হায়দার আলীর ছেলে হুরমুজ আলী (৪০) নামের এক যুবক।গতকাল সোমবার (১৮ই আগস্ট) সকাল আনুমানিক ১১ টার সময়। 

ধর্ষীতা কিশোরীর মায়ের ভাষ্যমতে,ওই কিশোরী  সকালে ঘাস কাটতে গেলে হুরমুজ তাকে কলা খেতের ভিতরে ডেকে নিয়ে যায় ঘাস কেটে দিবে বলে এই প্রলোভন দেখিয়ে কলাবাগানের ভিতরে নিয়ে  মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে চলে যায়,ধর্ষক হুরমুছ আলী ৪ সন্তানের জনক। বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী বাড়িতে এসে ধর্ষণের ঘটনা বিস্তারিত বলে দেয় তার মা'র কাছে । ধর্ষীতার মা এলাকার মাতাব্যরের কাছে গেলে তারা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে বলে। কিশোরিকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে চাইলে পিছু নেয় ওই ইউনিয়নের ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাপ হোসেন ওই কিশোরীর অভিভাবকদের হুমকি দিয়ে বাড়ীতে পাঠিয়ে দেয়, বিচার করে দিবে বলে। ওই এলাকার কয়েক জন জানায়,বিএনপি নেতা গোলাপ হুরমুছ আলী নিকটতম আত্মীয়। ধর্ষীতার অভিভাবকরা গোলাপের কাছে গেলে গোলাপ মারধরের ভয়ভীতি দেখিয়ে তাদের সরিয়ে দেয় এবং বলে রাত ৯ টার সময় বসবে। পুনরায় গোলাপের কাছে গেলে গোলাপ এ বিষয়ে কোনো কর্ণপাত করেনি। পরে গোলাপের ভয়ে গোপনে দেওয়ানগঞ্জ মডেল থানা কিশোরীর মা বাদী হয়ে হুরমুছের নামে ধর্ষণের অভিযোগ দায়ের করে।   

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান বলেন,  ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায়  অভিযোগ দিয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন । 

ধর্ষক হুরমুজ আলী ও তার পরিবারের লোকজন সকলেই বাড়ি থেকে পলাতক রয়েছে ।  

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন