বিনোদন ডেস্ক : আসিফ হাসান সাগর একজন ফিটনেস ট্রেইনার , এক্সটেনশন বক্সিং চ্যাম্পিয়ন ২০২৫ এবং জনপ্রিয় একশন ডিরেক্টর । বর্তমানে তিনি অভিনেতা হিসেবেও দারুণ সুনাম কামিয়েছেন। তার এই পথচলায় জুটি হয়ে কাজ করছেন লেখক , মডেল ও অভিনেত্রী জ্যাকলিন কাব্য । জ্যাকলিন কাব্য লেখক ও মডেল হিসেবে সুপরিচিত হলেও তিনি আসিফ হাসান সাগরের সাথে বেশ কিছু কাজে তার অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়েছেন। তাদের বেশ কিছু কাজ সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় । তাদের জুটি এখন সমাদৃত । কবিতা , গান , ছোট গল্প শেষে এবার সাগর- জ্যাকলিন জুটি হাজির হলে এক ভিন্নধর্মী কাজ নিয়ে । তারা দেশের একটি স্বনামধন্য ই-কমার্স কোম্পানির ব্রান্ড এম্বাসাডর হিসেবে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। Realmart.com.bd একটি ভিন্নধর্মী ই-কমার্স সাইট যারা মানুষের শপিংকে করে তুলেছে আধুনিক ও সহজ। কোম্পানির এমডি জনাব মাহাতাব আলি তাদের নিয়ে আশাবাদী এবং তার আরও একটি কোম্পানির সাথে সাগর--জ্যাকলিন ব্রান্ড মডেল হিসেবে কাজ করবে।