বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার মরহুম সাইদুর রহমান রিমন স্মরণে শোকসভা ও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
ডেমরা প্রেসক্লাবের উদ্যোগে শুক্রবার ৮ আগস্ট বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়, এসময় ডেমরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এআর হানিফের বোন মরহুমা মনোয়ারা বেগমের রূহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
উক্ত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক জনাব আবদুল হাই তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এসএম সেলিম রেজা ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামান।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ডেমরা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শামসুল আলম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেমরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নন্দিত টিভির ডেমরা ও যাত্রাবাড়ি প্রতিনিধি কামরুল হাসান পলাশ।
অনুষ্ঠানের অভ্যর্থনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন ডেমরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ এবং ঢাকা বিভাগীয় সাংবাদিক ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক ডেইলি নিউজ বিডি এর প্রধান সম্পাদক ডেমরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক, এসএম মিরাজ হোসাইন টিপু।
এছাড়াও ডেমরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান আলোচক আবদুল হাই তুহিন তার বক্তব্যে বলেন,মরহুম সাংবাদিক সাইদুর রহমান রিমন ছিলেন ক্রাইম রিপোর্টিং ও অনুসন্ধানী সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র, তিনি সাইদুর রহমান রিমনের কর্মময় জীবনের উপর আলোকপাত করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার বিষয় নিশ্চিত করতে এবং সাংবাদিক হত্যা ও নির্যাতন বন্ধে দেশের সকল সাংবাদিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি দৈনিক প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে অমানুষিক ও বর্বরোচিতভাবে হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে সকল সাংবাদিকদের ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে উক্ত হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে ডেমরা থানা বিএনপির সেলিম রেজা ও আনিসুজ্জামান, অপ-সাংবাদিকতা রোধ ও সত্য-সঠিক সংবাদ প্রকাশের পূর্বে, কারো নামে নিউজ করলে অন্তত তার বক্তব্য নিয়ে উক্ত নিউজে উল্লেখ করতে বিশেষভাবে অনুরোধ করেন।
তিনি তার বক্তব্যে আরোও বলেন গণমাধ্যম তথা সাংবাদিকতা ও সংবাদকর্মী ব্যতীত দেশ ও দেশের রাজনীতি এবং রাজনৈতিক ব্যক্তিত্ব অসম্পূর্ণ।
পরিশেষে উক্ত স্মরণসভা ও দোয়া মাহফিলে ডেমরা প্রেসক্লাবের সকলের উপস্থিতি ও অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনা শেষে মরহুম সাইদুর রহমান রিমন সহ ডেমরা প্রেসক্লাবের প্রতিষ্ঠা কালীন ৬ জন মরহুম সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এবং ডেমরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সুস্থতা কামনা করা হয়।