নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুরে ২য় সেমিফাইনাল ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কোনড়া মিনি স্টেডিয়াম মাঠে এ খেলার আয়োজনে করেন কোনড়া বহুমুখী উন্নয়ন ক্লাব ( এমডি ক্লাব)। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৬ ( নাগরপুর - দেলদুয়ার) আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় কমিটির সেচ্ছাসেবকদলের সাবেক সহসভাপতি ও নাগরপুর উপজেলা বিএনপির সদস্য এ্যাড. ইকবাল হোসেন খান। খেলায় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. শরিফুজ্জামান শরিফ, বিশিষ্ট ব্যবসায়ী মো. আবু বক্কর সিদ্দিক মামুনসহ কোনড়া মিনি স্টেডিয়াম মাঠে হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন। খেলায় অংশ নেন ভুয়াপুর খেলোয়ার কল্যাণ সমিতি ও সখিপুর সানবান্দা স্পোর্টিং ক্লাব।
Tags
নাগরপুর