নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে শ্রমিকদল ও তরুন দলের দুই নেতা গ্রেফতার


চাঁদাবাজি ও দখলবারজির অভিযোগে  নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম ও জেলা তরুণ দলের সভাপতি টি.এইচ তোফাকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ। 

বুধবার (৬ আগস্ট) দিবাগত রাতে নাসিক ৬ নং ওয়ার্ডের গোদনাইল এসও রোড এলাকা থেকে এসএম আসলাম ও ৪ নং ওয়ার্ডের আজিবপুর এলাকা থেকে টিএইচ তোফাকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ। 

প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা/ডিবি পুলিশের  হেফাজতে রাখলেও অভিযোগের সত্যতা যাচাই-বাছাইয়ের পরে অভিযোগের সত্যতা প্রমানিত হলে, তাদেরকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩ এর (২) ধারায়  ডিটেনশনের জন্য বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর পাঠানো হয়েছে। 

গ্রেফতারকৃত টি এইচ তোফার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারার তৎসহ পেনাল কোডের ৪৩৫ ধারায় মামলা রয়েছে। 

পুলিশ সুপার সূত জানায়, ম্যাজিস্ট্রেট কর্তৃক ডিটেনশনের আদেশ পাওয়া সাপেক্ষে তাদেরকে জেলা কারাগারে প্রেরণা করা হবে।

গ্রেফতারকৃত এস এম আসলাম নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক হওয়ার পাশাপাশি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, টিএইচ তোফা জেলা তরুণ দলের সভাপতি এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

জেলা গোয়েন্দা পুলিশ/ডিবির  ওসি মো,জহির জানান, আসলাম ও তোফাকে একাধিক অভিযোগের সুনির্দিষ্ট প্রমানের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। 

এলাকার স্থানীয় সূত্রে জানাযায় এসএম আসলাম জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের পর থেকে, সিদ্ধিরগঞ্জের গোদনাইলে অবস্থিত দেশের অন্যতম ও গুরুত্বপূর্ণ জ্বলানী সরবরাহকারী প্রতিষ্ঠান, মেঘনা পেট্রোল লিঃ ও পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডসহ জ্বালানী তৈল বহনকারী টেংকলড়ী ও  এলাকার তৈল ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছে।

এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান বিএনপি নেতা তোফা ও আসলামের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজ ও দখল বাজির অভিযোগ রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন