মো: লুৎফর রহমান (খাজাশাহ্) :
ডিএমপি মতিঝিল থানা পুলিশ বিগত জুলাই মাসব্যাপী মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযান চালিয়ে ২৭ মাদক ব্যবসায়ী ও ২ ডাকাত সহ মোট ৯৫ জনকে গ্রেফতার করেছে।
ডিএমপি মতিঝিল থানা পুলিশ বিগত জুলাই মাসব্যাপী মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযান চালিয়ে ২৭ মাদক ব্যবসায়ী ও ২ ডাকাত সহ মোট ৯৫ জনকে গ্রেফতার করেছে।
জানা যায় মতিঝিল থানার অফিসার ইনচার্জ মো: মেজবাহ উদ্দিন এর নেতৃত্বে এস আই আব্দুল মোমিন, এসআই মোঃ শাহ আলম, এসআই মো: আলিমুল ইসলাম, এসআই মো: শাহরিন হোসেন, এসআই মো: হোসাইন আলী, এএসআই মো: রেজাউল করিম, এএসআই আব্দুল আলিম, এএসআই মো: রাজিব মিয়া সহ থানার সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সগণ পৃথক মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযান চালিয়ে বিগত জুলাই মাসে মোট ৯৫ ব্যক্তিকে গ্রেফতার করেছে।
গ্রেফতার কৃতদের মধ্যে মাদক মামলায় ২৭ জন, দস্যুতা মামলায় ৪ জন, ধর্ষণ মামলায় ৪ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ৫ জন, ডাকাতি মামলায় ২ জন ও জুয়া খেলার মামলায় ৪০ জন এবং পুলিশ ও ম্যাজিস্ট্রেটের যৌথ মোবাইল কোর্টের অভিযানে ২০ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করত: জেল হাজতে প্রেরণ করা হয়। বাকী ১৩জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়।
অপরদিকে গত জুলাই মাস ব্যাপী মাদক বিরোধী অভিযানে মোট ১৫শ ৮০গ্রাম গাঁজা ৩১হাজার ৭শ ২৫টি ইয়াবা এবং ৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে ডিএমপির সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়।
Tags
রাজধানী