টঙ্গী প্রতিনিধি : ৩৬তম “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” উপলক্ষে গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর ৫ নম্বর ব্লকের বেড়িবাঁধ এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন ৪৯ নম্বর ওয়ার্ড যুবদল নেতা এবং গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব সোহেল।
শহীদদের স্মরণে আয়োজিত এই কর্মসূচিতে টঙ্গী-পূর্ব থানা ও স্থানীয় যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান ইতিহাসে গণতন্ত্রকামী মানুষের রক্তঝরা প্রতিবাদের প্রতীক। এই আন্দোলনের চেতনা আজও ছাত্র ও যুব সমাজের মাঝে প্রেরণার উৎস হয়ে আছে।”
আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা জাহাঙ্গীর আলম, সোহেল রানা বাবু ও ওয়াসিম।
Tags
সারাদেশ