রাজশাহীতে অত্যাধুনিক অস্ত্রসহ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার আটক ৩ জন


এসএম মিরাজ হোসাইন টিপুঃ

রাজশাহী নগরীর ‘ডক্টরস ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। 

এসময় কোচিং সেন্টারের  পরিচালক মুনতাসিরুল আলম অনিন্দ্য (৩৫) সহ তিনজনকে সেনা হেফাজতে নেয়া হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) ভোরে নগরীর কাদিরগঞ্জ এলাকার একটি বাড়িতে অবস্থিত ওই কোচিং সেন্টারে অভিযান চালায় সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গলের একটি টিম, এসময় নিরাপত্তার কারণে পুরো বাড়িটি ঘিরে রাখে সেনাবাহিনী।

জানা গেছে, অভিযুক্ত কোচিং সেন্টারটি পরিচালনা করতেন মুনতাসিরুল আলম অনিন্দ্য। 

তিনি রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শফিউল আলম লাট্টুর ছেলে,এছাড়াও তিনি সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। 

আটক হওয়া অনিন্দ্য হলি আর্টিজান হত্যাকাণ্ডের ঘটনায় ‘জঙ্গি সন্দেহের মামলায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেফতার হয়েছিলেন।

সেনা সূত্র বলছেন, ডক্টরস ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুটি বিদেশী এয়ার গান, একটি রিভালবার, সঠিক কর্টিজ, ইয়ারগান শিশা তিন বক্স, ম্যাগনেট একটি, দেশীয় অস্ত্র ৬ টি, জিপিএস একটি, ওয়াকিটকি ৪টি, ট্রাজারগান একটি, সিমকার্ড ১০ টি, বাইনোকুলার একটি, বিস্ফোরক তৈরীর সরঞ্জাম, পাসপোর্ট, এন আই ডি, মনিটর ছয়টি, কম্পিউটার তিনটি, স্ক্যানার তিনটি ও  ৩৫টি মদের বোতল উদ্ধার করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন