বংশাল থানাধীন মালিটোলাস্থ গোলকপাল লেনে ছুরিকাঘাতে দাড়োয়ান হিরা মিয়া খুন, গ্রেফতার ১

মো: লুৎফর রহমান (খাজাশাহ্):

ডিএমপি বংশাল থানাধীন ৩৫ নং ওয়ার্ডের মালিটোলাধীন ৪৮ নং গোলকপাল লেনন্থ ৪র্থ তলা বাড়ীর গেইটের ভিতর পাকা করিডোরে বিগত ৬ আগস্ট সকাল আনুমানিক ৮.২০ মিনিটের সময় উপর্যুপরী চুরিকাঘাতে বাড়ীর দাড়োয়ান মো: হিরা মিয়া (৫০) ঘটনা ন্থলেই মারা যায়। নিহত মো: হিরা মিয়া মুন্সিগঞ্জ জেলাধীন লৌহজং থানার খেতাবপুর গ্রামের মো: আবদুস সালামের পুত্র। মো: হিরা মিয়া ঐ বাড়ীতেই দাড়োয়ান হিসেবে কাজ করতেন। ঘটনার খবর পেয়ে বংশাল থানার এস আই নারায়ন চন্দ্র বর্মন সঙ্গীয় ফোর্স সহ ঘটনান্থলে গিয়ে লাশটির সুরত হাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।   অপরদিকে খবর পেয়ে নিহত হিরা মিয়ার আপন ভাই মো: আবদুল কাদির (৪৭) ঘটনাস্থলে এসে স্থানীয় ব্যক্তিবর্গ ও স্বাক্ষাীদের বর্ণনা অনুযায়ী মো: জীবন মিয়া (৩০), পিতা-  মো: জাহিদ হোসেন, ২৪নং লাল চাঁদ মুকিম লেন  থানা ওয়ারী, ঢাকা সহ অজ্ঞাত নামা আরো ১/২জনকে অভিযুক্ত করে বংশাল থানায় মামলা নং-০৭তারিখ: ০৬-০৮-২০২৫ইং ধারা-৩০২/৩৪ দন্ডবিধি দায়ের করেন।


গত কাল উক্ত বিষয়ে এ প্রতিবেদক ডেইলি নিউজ বিডি অনলাইন -এর নির্বাহী সম্পাদক মো: লুৎফর রহমান (খাজাশাহ্) এর এক পশ্নের জবাবে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নারায়ন চন্দ্র বর্মন উল্লেখিত হত্যা কান্ডটি মাদক ক্রয় বিক্রয় সংক্রান্ত ঘটনা বলে অনুমান করা হচ্ছে বলে তার মতামত জানান। ঘটনার পরদিন ০৭-০৮-২০২৫ইং ডিএমপি লালবাগ বিভাগের অধীনন্থ চকবাজার জোনের সহ কারী পুলিশ কমিশনার মো: মাহফুজার রহমান এর নেতৃত্বে মামলার তদন্ত কারী কর্মকর্তা এস আই নারায়ন চন্দ্র বর্মন এস আই মো: শফিউল আলম সোহাগ, এস আই সরল কুমার বিশ্বাস, এস আই আল-আমীন হোসেন ও এ এস আই মো: আনিছুর রহমান সঙ্গীয় ফোর্সদের নিয়ে গভীর রাতভর অভিযান চালিয়ে ঢাকা জেলাধীন কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া বাজার এলাকাথেকে উক্ত হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী মো: জীবন মিয়া (৩০) কে গ্রেফতার করেছেন। অতপর গ্রেফতারকৃত জীবন মিয়ার বর্ণনা অনুযায়ী হত্যাকান্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়েছে।  বাকী অজ্ঞাত নামা আসামীদের কে গ্রেফতারের পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন