ডাকাতির চেষ্টাকালে নিজের হাতবোমা বিস্ফোরণে ডাকাত নিহত



এসএম মিরাজ হোসাইন টিপুঃ

নারায়ণগঞ্জের জেলার বন্দর উপজেলায় ডাকাতির চেষ্টাকালে নিজের হাতবোমা বিস্ফোরণে এক ডাকাত নিহত এবং গণপিটুনীতে আরোও ২ ডাকাত আহত হয়েছে। 

স্থানীয়রা জানান বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে নিজের ছোড়া হাতবোমার আঘাতে এক ডাকাত নিহত হয়েছে।

এসময় এলাকাবাসীর গণপিটুনিতে আহত হয়েছে আরোও দুই ডাকাত। 

শ‌নিবার ভোরে ডাকাত চক্র মেঘনা নদীতে নৌপথে এসে কলাগাছিয়া বাজারের বাড়িগুলোতে ডাকাতির চেষ্টা চালায়। টের পেয়ে এলাকাবাসী লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া দেয়। এ সময় এক ডাকাত হাত বোমা ছুড়লে সেই বোমার বিস্ফোরণে ওই ডাকাতের হাত উড়ে যায়, আহত অবস্থায় সে নদীতে পড় গিয়ে   তার মৃত্যু হয়,পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

অপর দুই ডাকাতকে এলাকাবাসী গণপিটুনি দিলে, পুলিশ আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠয়েছে।

ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. রকিবুল হোসেন জানান, নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি তবে নিহত ও আহতদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন