দক্ষিণ সিটি করপোরেশনে জ্বালানি খাতে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত করছে দুদক


মো: লুৎফর রহমান (খাজা শাহ্) : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) গাড়ির জ্বালানির ভুয়া খরচ দেখিয়ে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগের ঘটনায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত রবিবার দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে তেল খরচের বিষয়ে সত্যতা পায় দুদক।

দুদকের তথ্যমতে, নগর ভবন ৪০ দিন বন্ধ থাকা সময় কোটি টাকার তেল খরচ হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেনের নেতৃত্বে দুই সদস্যের একটি দল ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনে অভিযান চালায়। চার ঘণ্টাব্যাপী অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। অভিযোগের বিষয়ে গাড়িচালকদের জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদক বলছে, ডিএসসিসি থেকে সংগৃহীত নথি যাচাই ও গাড়িচালকদের জিজ্ঞাসাবাদে গাড়ির জ্বালানি বিলে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। অভিযোগের বিষয়ে দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেন গণমাধ্যমকে বলেন, নগর ভবনের কার্যক্রম ৪০ দিন বন্ধ ছিল, তবু কোটি টাকার তেল খরচের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তারা অভিযানে প্রাপ্ত তথ্য ও রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশনে একটি প্রতিবেদন জমা দেবেন। ওই প্রতিবেদনের ভিত্তিতে কমিশন পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।


জানা গেছে, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনের কারণে ৪০ দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ ছিল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তাদের অনেকে তখন এক দিনও অফিসে আসেননি। অথচ তাদের জন্য বরাদ্দ করা গাড়ির বিপরীতে প্রতিদিন ১৪-১৫ লিটার তেল খরচ দেখানো হয়েছে। অফিস বন্ধ থাকার পরও এই তেল কারা উত্তোলন করল, তা নিয়ে প্রশ্ন ওঠে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন