নিজস্ব প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জে জমি দখল নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্বর্ণা বেগম (২৯), স্বামী মো. শাহ জামাল, সাং-সবুজপুর, থানাঃ দেওয়ানগঞ্জ, জেলাঃ জামালপুর বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, বাহাদুরাবাদ মৌজাধীন বিএস খতিয়ানভুক্ত জমির (৩৩ শতাংশ) বৈধ মালিকানা স্বর্ণা বেগম ও তার স্বামী ভোগদখল করে আসছেন। জমিটি তাদের পিতা মো. আবুল খায়ের রেজিস্ট্রি দলিলের মাধ্যমে ক্রয় করেন এবং পরবর্তীতে দলিল নং-৪৬৪, তারিখ-০১/০২/২০২৩ অনুযায়ী স্বর্ণা বেগম ও তার স্বামীর নামে হস্তান্তর করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদী মো. আজিজ (৪২), মোছাঃ আফরোজা বেগম (৪৫), মো. নুর আলম (৩৮), মো. নজরুল (৩২) ও মো. সাদ্দাম আল আমিন (২০) জোরপূর্বক ঐ জমিতে ঘর নির্মাণের চেষ্টা করেন। বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে বাদীপক্ষকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং দা-সাবল উঁচিয়ে প্রাণনাশের হুমকি প্রদান করে।
বাদীপক্ষের অভিযোগ, বিবাদীরা দীর্ঘদিন ধরে কৌশলে জমি দখলের চেষ্টা করছে। বর্তমানে তারা বাড়ি যাওয়ার রাস্তাও বন্ধ করে দিয়েছে। এতে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
এ ঘটনায় স্বর্ণা বেগম দেওয়ানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
