মো: লুৎফর রহমান (খাজা শাহ্) : ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে পুলিশ একটি বিদেশি রিভলভারসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। একইসঙ্গে অস্ত্র বহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- পলাশ গাজী (৩০) ও মো. সাব্বির (২২)।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার একটি আভিযানিক দল কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের হিজলা সরকারী প্রাথমিক বিদ্যালয় সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি বিদেশী রিভলবারসহ পলাশ ও সাব্বিরকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে অস্ত্র বহন ও ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তারা বিদেশী রিভলবারটি বিক্রির জন্যে কেরানীগঞ্জে এনেছিলেন। এরা সন্ত্রাসী ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
Tags
ঢাকা
