জামালপুরে আগস্ট মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ও অফিসার ইনচার্জ নির্বাচিত


ফারুক মিয়াঃ জামালপুর জেলায় আগস্ট ২০২৫ মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন দেওয়ানগঞ্জ সার্কেলের সার্কেল অফিসার সাইফুল ইসলাম। একই সঙ্গে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হাসান।

রোববার (৫ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার রফিকুল ইসলাম, পিপিএম শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে ক্রেস্ট তুলে দেন। এসময় বিভিন্ন ক্যাটাগরিতে আরও পাঁচজন পুলিশ সদস্য শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট দায়িত্ব গ্রহণের পর থেকে এ নিয়ে টানা দুইবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি পেলেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান।

পুলিশ প্রশাসনের কর্মকর্তারা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি কর্মকর্তাদের মনোবল বাড়াবে এবং দায়িত্ব পালনে আরও উৎসাহ যোগাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন