ধর্ষণের শিকার প্রতিবন্ধী নারীর সন্তানের পরিচয় মিলল ডিএনএ পরীক্ষায়

 


ফারুক মিয়া, দেওয়ানগঞ্জ (জামালপুর) : জামালপুরের দেওয়ানগঞ্জে এক দৃষ্টিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হওয়ার পর তার সন্তানের পিতার পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দেওয়ানগঞ্জ মডেল থানায় ডিএনএ রিপোর্ট এসে পৌঁছায়। এতে অভিযুক্ত যুবক নিত্য চন্দ্র সরকার-এর সঙ্গে শিশুটির পিতৃত্বের সম্পর্ক প্রমাণিত হয়েছে।

জানা গেছে, এই ঘটনায় ওই কিশোরীর নানি গত ডিসেম্বর মাসে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছিলেন। মামলায় অভিযুক্ত নিত্য চন্দ্র সরকারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়, যেখানে তিনি বর্তমানে কারাবন্দি রয়েছেন।

কিশোরীর অভিযোগ, একই গ্রামের নিত্য চন্দ্র সরকার তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিয়মিত শারীরিক সম্পর্ক করেছেন, যার ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তিনি শুরু থেকেই নিত্য চন্দ্র সরকারকেই সন্তানের পিতা হিসেবে দাবি করে আসছেন। ডিএনএ পরীক্ষার পর তিনি সামাজিকভাবে স্ত্রীর মর্যাদা ও ছেলের স্বীকৃতি দাবি করেছেন।

কিশোরীর নানি জানান, তারা অসহায় ও গরিব এবং শ্রমিক হিসেবে কাজ করে সংসার চালান। মামলা চালাতে তাদের বেশ কষ্ট হচ্ছে। ডিএনএ পরীক্ষায় সন্তানের পিতৃপরিচয় পাওয়ায় তারা নাতনিকে স্ত্রী এবং সন্তানকে সামাজিকভাবে মেনে নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান নিশ্চিত করেছেন যে ডিএনএ নমুনা পরীক্ষায় শিশুটির পিতৃপরিচয় মিলেছে এবং অভিযুক্ত নিত্য চন্দ্র সরকার বর্তমানে কারাবন্দি রয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন