ফারুক মিয়াঃ জামালপুর জেলার ইসলামপুর পৌরসভার ১নং ওয়ার্ডের দরদিয়াবাদ এলাকায় অবস্থিত ঐতিহাসিক কাঁসারিয়াপাড়া আজও স্থানীয় ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষ্য বহন করে চলেছে। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ জীবিকার জন্য কাঁসা ও পিতলের তৈজসপত্র তৈরি করে আসছেন।
স্থানীয় প্রবীণদের ভাষ্য, প্রায় দেড়শ’ থেকে দুই শতাধিক বছর আগে এ এলাকায় কাঁসারি সম্প্রদায়ের বসতি গড়ে ওঠে। একসময় এই কাঁসারিয়াপাড়ার তৈরি হাঁড়ি-পাতিল, থালা-বাটি, কলস ও অন্যান্য কাঁসার জিনিসপত্র শুধু ইসলামপুরেই নয়, আশপাশের উপজেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হতো। বিয়ে-শাদীসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে এই পাড়ার তৈরি জিনিসপত্রের ছিল ব্যাপক চাহিদা।
কালের পরিবর্তনে এখন আর আগের মতো নেই সেই কাঁসারি শিল্পের জৌলুস। অ্যালুমিনিয়াম, প্লাস্টিক ও স্টিলের সামগ্রীর সহজলভ্যতায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কাঁসার জিনিসপত্রের বাজার। ফলে জীবিকার তাগিদে অনেক পরিবার এ পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছেন। বর্তমানে হাতে গোনা কয়েকটি পরিবারই কাঁসারি শিল্প ধরে রেখেছেন।
স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও সচেতন মহল মনে করেন, যদি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতা পাওয়া যায় তবে দরদিয়াবাদের ঐতিহাসিক কাঁসারিয়াপাড়া আবারও দেশের ঐতিহ্যবাহী শিল্পের আসন ফিরে পেতে সক্ষম হবে।
Tags
জামালপুর
