আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের অগ্রযাত্রাকে সামনে রেখে নওগাঁর সাপাহারে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম চৌধুরী (বেনুর) নেতৃত্বে জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনের সাবেক সংসদ সদস্য ডা. সালেক চৌধুরী। অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইঞ্জিনিয়ার মোঃ খালিদ হাসান চৌধুরী (পাহিন)। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বেনু।
এছাড়া আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী ও শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আক্কাস আলীর, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবলুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম মাস্টার, সহ-সভাপতি তরিকুল ইসলাম চেয়ারম্যান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন রিফাত, সদস্য সচিব হাসান আলী, কলেজ শাখা ছাত্রদল সভাপতি ওয়ালিউল ইসলাম নাঈম সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। জনগণের অধিকার আদায়ে এ দলের ত্যাগ ও সংগ্রামের ইতিহাস গৌরবময়।
আলোচনা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
Tags
সাপাহার