দেওয়ানগঞ্জে গাঁজাসহ গ্রেফতার ১


দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলাধীন বাহাদুরাবাদ ফুটানি বাজার নৌকা ঘাট এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ আব্দুর রহমান (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে আনসার ভিডিপি সদস্যরা। সোমবার (১৭ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত আব্দুর রহমানের বাড়ি গাইবান্ধা জেলায়।

আনসার ভিডিপি সূত্রে জানা যায়, জেলা কমান্ড্যান্ট শাহাদাৎ হোসেন, সহকারী জেলা কমান্ড্যান্ট মনসুর এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বাহাদুরাবাদ ফেরিঘাট আনসার গার্ড পরিদর্শনে গেলে ঘটনাটি ঘটে। পরিদর্শন চলাকালে ফেরির মধ্যে আব্দুর রহমানকে গাঁজা সেবন করতে দেখে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তীতে জেলা কমান্ড্যান্টের নির্দেশে আনসার সদস্যরা তাকে আটক করে বাহাদুরাবাদ ফেরিঘাট সেনা ক্যাম্পে হস্তান্তর করেন। পরে সেনা ক্যাম্প থেকে তাকে দেওয়ানগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন