জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তি আটক


নিজস্ব প্রতিনিধঃ “মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়”—এমন স্লোগান বাস্তবায়নে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অব্যাহতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় রবিবার (১২ অক্টোবর ২০২৫) দুপুর ১২টা ৪৫ মিনিটে বালিয়ামারী বিওপির সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে বিজিবি সদস্যরা।

বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত পিলার ১০৭২/৫-এস থেকে আনুমানিক ৭০০ গজ ভেতরে জামালপুর জেলার চর লাঠিয়াল ডাঙ্গা, পাহাড়তলী বাজার (পাগলা বাজার) এলাকা থেকে ৪৭০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ মো. বাহারাম বাদশা (৩৫), পিতা ইছাব উদ্দিন, গ্রাম—উত্তর আলগারচর, পোস্ট—জাদুরচর, থানা—রৌমারী, জেলা—কুড়িগ্রামকে আটক করা হয়।

আটক আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য চর রাজীবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান, পিএসসি’র নির্দেশনায় পরিচালিত এ অভিযানের বিষয়ে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবি “জিরো টলারেন্স” নীতিতে কঠোর অবস্থান বজায় রেখে দায়িত্ব পালন করে যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন