নিজস্ব প্রতিবেদক : উপস্থাপনার দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের জন্য এক কর্মশালার আয়োজন করে সিটি ইনিভার্সিটির ইংরেজি বিভাগ। আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক, লেখক ও উপস্থাপনা প্রশিক্ষক ওয়ালিদ আহমেদ, তাঁর পেশাগত অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের প্রভাবশালী যোগাযোগ ও উপস্থাপনার কৌশল বিষয়ে দিকনির্দেশনা দেন।
সিটি ইউনিভার্সিটির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ, ইংলিশ ল্যঙ্গুয়েজ এন্ড ডিবেটিং ক্লাব এবং ইংলিশ অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর যৌথ উদ্যোগে ১১ অক্টোবর ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে “প্রেজেন্টেশন প্রোঃ ফ্রম ক্লাসরুম টু ক্যারিয়ার” শীর্ষক প্রাণবন্ত এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শাহদাত কবির, যিনি আনুষ্ঠানিক পর্বে অংশগ্রহণকারীদের হাতে ক্রেস্ট তুলে দেন। কর্মসূচির সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর ড. রহমান এম. মাহবুব।
উৎসাহী শিক্ষার্থীদের অংশগ্রহণে কর্মশালাটি প্রাণবন্ত হয়ে ওঠে। প্রসঙ্গত ওয়ালিদ আহমেদ, সিটি ইউনিভার্সিটির একজন গর্বিত অ্যালামনাই। পুরো আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন ইংরেজি বিভাগের লেকচারার ও আয়োজক তামান্না ইসলাম। ইভেন্ট পার্টনার ছিলো বাজ কমিউনিকাশন ও স্পন্সর ছিলো ফার্নিটেক্স লিমিটেড।
এই কর্মশালাটি সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী বক্তা ও পেশাগতভাবে প্রস্তুত গ্র্যাজুয়েট তৈরির অভিযাত্রায় ভূমিকা রাখবে।