গোলাম রব্বানী-টিটু, (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ”হাত ধোয়ার নায়ক হোন প্রতিপাদ্য সামনে নিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন । পরে উপজেলার হল রুমে এক আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে । এ সময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইলিয়াস শাহ সারোয়ার, নির্বাচন কর্মকর্তা জহুরুল হক, খাদ্য কর্মকর্তা সোহেল রানা, সহকারী শিক্ষক রুস্তুম আলী সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । দিবসের সভাপতি ইউএনও আশরাফুল আলম রাসেল বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য তুলে ধরে পরিস্কার পরিচ্ছন্নতা ও রোগ বালাই রক্ষার্থে বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য রাখেন।
Tags
শেরপুর