টঙ্গীর জাভান হোটেল অ্যান্ড বারে ডিবির আকস্মিক অভিযান


টঙ্গী (গাজীপুর) : গাজীপুরের টঙ্গীতে অবস্থিত জাভান হোটেল অ্যান্ড বারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ বিভাগের একটি দল আকস্মিক অভিযান পরিচালনা করেছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১০টা ৩০ মিনিটের দিকে এ অভিযান হয় বলে জানা গেছে।

ডিবি দক্ষিণ বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) অশোক কুমার পাল জানান, “আমাদের একটি দল হঠাৎ করেই জাভান হোটেল অ্যান্ড বারে প্রবেশ করে তল্লাশি চালায়। সেখানে অনৈতিক কোনো কার্যকলাপের প্রমাণ পাওয়া যায়নি। হোটেলটি আপাতত নিয়ম মেনে পরিচালিত হচ্ছে। তবে এটি আমাদের নজরদারিতেই থাকবে। ভবিষ্যতে অনিয়ম বা অনৈতিক কিছু পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

হোটেলটির মালিক সায়মন খান বলেন, “অভিযানের সময় আমি পুলিশকে জানিয়েছি—যদি কোনো অনৈতিক বা লাইসেন্সবহির্ভূত কার্যক্রম পাওয়া যায়, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নিন। আমি আইন মেনে ব্যবসা পরিচালনা করছি।”

তিনি আরও জানান, “২০২৪ সালের ৫ আগস্ট থেকে আমি জাভান হোটেল অ্যান্ড বার পরিচালনা করছি। এর আগে প্রতিষ্ঠানটি কীভাবে পরিচালিত হতো সে বিষয়ে আমার জানা নেই। বর্তমানে সব কিছু আইন অনুযায়ী চলছে।”

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে টঙ্গীর পরিচিত হোটেলগুলোর মধ্যে জাভান অন্যতম। সম্প্রতি প্রতিষ্ঠানটি নিয়ে নানা অভিযোগ ওঠায় আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি জোরদার করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন