দেওয়ানগঞ্জে সংবাদ সম্মেলনে স্বামীর অভিযোগ

 


দেওয়ানগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে প্রতারণা ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মো. সাগর মিয়া।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় দেওয়ানগঞ্জে নিজ বাড়িতে লিখিত বক্তব্যে তিনি জানান, ২০১৩ সালে ইসলামপুর উপজেলার চরচারিয়া গ্রামের আমীর হোসেনের মেয়ে মোছা. আকলিমা জান্নাতের সঙ্গে তার বিয়ে হয়। তাদের ১০ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। সাগর মিয়া ঢাকার সেনানিবাসে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিএসডিতে কর্মরত ছিলেন, আর তার স্ত্রী পুলিশ বাহিনীতে চাকরি করেন।

সাগর মিয়ার অভিযোগ, জমি ক্রয়ের জন্য ১০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রী আকলিমা জান্নাত ক্ষিপ্ত হয়ে প্রথমে তালাক দেন, পরে শালিশের মাধ্যমে মিলিত হলেও পরবর্তীতে আবার তালাক দেন। পরবর্তীতে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে চাকরি থেকে বরখাস্ত ও জেলেও পাঠানো হয়।

তিনি আরও অভিযোগ করেন, জেল থেকে বের হওয়ার পর দেখেন তার বাসার স্বর্ণালঙ্কার, আসবাবপত্র ও নগদ টাকা নিয়ে স্ত্রী চলে গেছেন। এখন তিনি মেয়ের সঙ্গে দেখা করতে পারছেন না এবং নানাভাবে হুমকি পাচ্ছেন।

সাগর মিয়া সংবাদ সম্মেলনে নিজের মেয়ে ও সম্পদ ফেরত এবং ন্যায়বিচার পাওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা চান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন