খাগড়াছড়িতে মিনি ট্টাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১


মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যৌথখামার এলাকায় মিনি ট্টাকে- পর্যটনবাহী মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও আরোও ১জন গুরুতর আহত হয়েছে। দূর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে । 

শুক্রবার (৩১অক্টোবর) বিকেলে  দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ জানান, চট্টগ্রাম থেকে খাগড়াছড়িমুখী একটি মিনি ট্টাকে গাড়ি (ঢাকা মেট্রো-ন ১৫-৩৪৫৪) যৌথখামার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামমুখী একটি পর্যটকবাহী মোটরসাইকেলের সাথে  মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলে মোটরসাইকেল যাত্রী তাসিব (১৭) মারা যান। তিনি চট্টগ্রামের ফটিকছড়ির সামসুল হকের ছেলে বলে জানা গেছে। আরেকজন তারেক (১৮) গুরুতর আহত হন। তিনি ফটিকছড়ির নুরুল ইসলামের ছেলে। 

মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত তারেককে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

দূর্ঘটনায় খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। দূর্ঘটনায় পরে মিনি ট্টাকে গাড়ি চালক পলাতক রয়েছে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলের পরিদর্শন করেছে। এ দূর্ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া ব‌লে জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন