নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধি :
বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী আশিকুর রহমান তুহিনের পৃষ্ঠপোষকতায় টাঙ্গাইলের নাগরপুরে ছাতা বিতরণ করা হয়েছে। ভাদ্রা ইউনিয়ন বিএনপির উদ্যোগে শুক্রবার বিকেলে ভাদ্রা বাজার খান সুপার মার্কেটে এ ছাতা বিতরণ করা হয়। ভাদ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি আরশেদ আলী মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান মাহমুদ চঞ্চল এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখানে , ভাদ্রা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, ভাদ্রা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আলিম, ধুবড়িয়া বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আজম খান, নাগরপুর উপজেলা বিএনপি'র সম্মানিত সদস্য আশিকুর রহমান নিশাত প্রমুখ। এসময় ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলার ১২টি ইউনিয়নে পর্যায়ক্রমে ছাতা বিতরণ করা হবে।
Tags
নাগরপুর
