বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ প্রেসক্লাবের মুগদা থানা শাখার পক্ষ থেকে নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার মুগদা থানায় এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় ওসি মোঃ শরিফুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। আলোচনায় স্থানীয় মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, নারী নির্যাতনসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা হয়। তিনি বলেন, “জনগণকে সঙ্গে নিয়ে মুগদা থানাকে একটি রোল মডেল থানা হিসেবে গড়ে তুলতে চাই। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন কার্যক্রমে সাংবাদিক ও সচেতন নাগরিকদের সহযোগিতা অপরিহার্য। জনগণের সেবায় আমরা সর্বদা প্রস্তুত।”
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের মুগদা থানা শাখার সভাপতি আব্দুর সবুর রবিন, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সহ-সভাপতি মোঃ এম ওয়াই শাহিন , সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান সাগর, , প্রচার সম্পাদক, প্রিয়া চৌধুরী, আরো উপস্থিত ছিলেন সদস্য কামরুল ইসলাম ছিলেন সদস্য সিমন ,এবং প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
প্রেসক্লাব নেতৃবৃন্দ নবনিযুক্ত ওসির দায়িত্ব পালনে সর্বাত্মক সফলতা কামনা করেন এবং স্থানীয় উন্নয়ন ও জননিরাপত্তায় পুলিশ প্রশাসনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
