দেওয়ানগঞ্জে চরকালিকাপুরের দুই কিলোমিটার রাস্তা পাকা করার দাবি এলাকাবাসীর


দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরের চরকালিকাপুর এলাকার প্রায় দুই কিলোমিটার দীর্ঘ একটি মাটির রাস্তা পাকা করার দাবিতে এলাকাবাসীর। প্রতিদিন মোটরসাইকেল, অটোরিকশাসহ শত শত মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন। রাস্তা দিয়ে কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করলেও বর্ষা মৌসুমে তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, বর্ষার সময় রাস্তাটিতে হাঁটু পরিমাণ পানি জমে যায়। এতে করে মসজিদ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়সহ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। এলাকাবাসী জানিয়েছেন, রাস্তাটি পাকা করার দাবিতে তারা একাধিকবার মানববন্ধন করেছেন এবং বিভিন্ন দপ্তরে আবেদনও করেছেন, কিন্তু এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

তারা জানান, আসন্ন বর্ষার আগেই রাস্তাটি পাকা করা জরুরি। এতে এলাকাবাসী ও শিক্ষার্থীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে এবং দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন