নিজস্ব প্রতিবেদক, মোঃ জালাল উদ্দিন : “জনতার অধিকার, আমাদের অঙ্গীকার”—এই স্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে চারটায় গণঅধিকার পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ও মৌলভীবাজার–৪ আসনের এমপি প্রার্থী মোঃ হারুনুর রশিদ।
র্যালিটি শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভানুগাছ রোডস্থ একটি চায়নিজ রেস্টুরেন্টের সামনে গিয়ে শেষ হয়। পরে মাগরিবের নামাজের বিরতির পর রাত ৮টা পর্যন্ত ভানুগাছ রোডস্থ একটি চায়নিজ রেস্টুরেন্টের পার্টি হলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন।
সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ও উপজেলা সভাপতি মোঃ হারুনুর রশিদ, এবং পরিচালনা করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ অপু রায়হান।
এ সময় সভায় আরও বক্তব্য রাখেন— জেলা সহ-সভাপতি নাহিদা খানম, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আমির আলী, ছাত্র অধিকার পরিষদের নেতা নূর হোসেন ও মোঃ রায়হান আহমেদ, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ আরিফ হোসেন, কমলগঞ্জের গণনেতা ডা. শেখ আনোয়ার হোসেন, এবং ছাত্র অধিকার পরিষদের নেতা মোঃ জুবায়ের আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী হারুনুর রশিদকে বিজয়ী করার আহ্বান জানান।
সভায় এমপি প্রার্থী মোঃ হারুনুর রশিদ বলেন, “গণঅধিকার পরিষদ জন্মলগ্ন থেকে জনগণের ন্যায়বিচার, ভোটাধিকার ও গণতন্ত্রের পুনরুদ্ধারের আন্দোলন করে আসছে। আমরা কারও দালালি করি না, জনগণের অধিকারই আমাদের একমাত্র অঙ্গীকার। আসন্ন জাতীয় নির্বাচনে জনগণকে সঙ্গে নিয়ে আমরা সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাব।”
তিনি আরও বলেন, “দেশে একটি প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সাহসী ও সৎ নেতৃত্বের প্রয়োজন। সেই নেতৃত্ব গণঅধিকার পরিষদ দিতে প্রস্তুত। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের মাটি ও মানুষের অধিকার রক্ষায় আমি জীবন বাজি রেখে কাজ করব।”
বক্তারা বলেন, জনগণের অধিকার রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা সব সময় সংগ্রাম করে যাবে। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
